ঢাকা -চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়ক নারায়ণগঞ্জ অংশে প্রায় ৩০ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়ে আটকা পরে যানবাহন। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত যানজটে আটকা পড়া গাড়ির চালক ও যাত্রীরা হাই অবর্ণনীয় দুর্ভোগের শিকার হন। মহাসড়কের নারায়ণগঞ্জ অংশ সাইনবোর্ড হয়ে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত তীব্র যানজটে আটকে আছে দূরপাল্লার গাড়ি বাস, ট্রাক মিনিবাস, লরি, কাভার্ডভ্যান সহ নানাবিধ যানবাহন। পাশাপাশি ঢাকা- সিলেট মহাসড়কের কাঁচপুর থেকে গাউছিয়া পর্যন্ত যানজটে নাকাল চালক ও যাত্রীরা। অপরদিকে টিচাগাংরোড থেকে ডেমরা স্টাফ কোয়াটার এই সড়কটিও যানজটে স্থবির হয়ে আছে। যাত্রী ও চালকরা জানিয়েছেন, সকাল থেকে ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে পড়ায় সময় মত নির্দিষ্ট গন্তব্যে যেতে পারছেন তারা। অফিসগামী থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবীরাও রয়েছেন গাড়ি অপেক্ষায়। অনেকেই আটকে আছেন যানজটে।

সকাল দশটার পর থেকে যানবাহন চলাচল শুরু করে। এখনো মহাসড়কে গাড়ির দীর্ঘ চাপ ও ধীর গতিতে চলাচল করছে। কাঁচপুর হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানিয়েছেন, মহাসড়কের দাউদকান্দি এলাকায় একটি দুর্ঘটনা ও সড়কের উপর ট্রাক থাকিয়ে চালকদের ঘুমিয়ে পড়ার কারণে সৃষ্টি হয়েছে যানজট। পাশাপাশি ঢাকা সিলেট মহাসড়কের উন্নয়ণ কাজ সেই সাথে বৃষ্টিতে সড়কের বিভিন্ন জায়গায় খানাখন্দও যানজটের বিশেষ কারণ বলে জানিয়েছেন।