নোয়াখালী সংবাদদাতা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে বিজয়ী সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলামকে সংবর্ধনা দিয়েছেন নোয়াখালী জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা। সম্প্রতি জিএস মাজহারুলের প্রাক্তন শিক্ষা প্রতিষ্ঠান নোয়াখালী জিলা স্কুল অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা গ্রহণ শেষে মাজহারুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।
বক্তব্যে মাজহারুল বলেন, সাফল্য একদিনে আসে না। ধারাবাহিক পরিশ্রম, সততা ও ইতিবাচক চিন্তাই একজন মানুষকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয়। শিক্ষাজীবনে নির্দিষ্ট লক্ষ্য রেখে এগোতে হবে। ভালো কাজে উৎসাহিত হতে হবে। মন্দ কাজে ‘না’ বলা শিখতে হবে। আমার স্বপ্ন ছিল এবং আমি সেই স্বপ্নের বাস্তবায়ন করতে পেরেছি। এর জন্য কঠোর সাধনা ও অধ্যাবসায় করতে হয়েছে। অনেক বাধা বিপত্তি এসেছে কিন্তু আমি হাল ছাড়িনি।
উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, অনেকেই বিভিন্ন অনৈতিক কাজের জন্য উৎসাহিত করবে। তাদের মুখের উপর ‘না’ বলতে হবে। শিক্ষকদের সম্মান করতে হবে। স্বপ্ন দেখতে হবে আকাশ সমান এবং শুধু সেই স্বপ্ন দেখে বসে থাকলে হবে না, স্বপ্নকে বাস্তবায়নের জন্য ছুটে চলতে হবে অনবরত।
গ্যাং কালচার থেকে দূরে থাকা উপদেশ দিয়ে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্র অবস্থায় অনেকেই না বুঝে বিভিন্ন গ্যাং কালচারে জড়িয়ে পড়ে। এতে করে তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। কোনভাবেই কোন গ্যাং কালচারে জড়ানো যাবে না। খেলাধুলা ও সুস্থ সংস্কৃতির চর্চা করতে হবে।
নোয়াখালী জিলা স্কুলের প্রধান শিক্ষক মীর হোসেন তাঁর দেয়া বক্তব্যে বলেন, যেদিন জাকসুর নির্বাচনে আমাদের সাবেক শিক্ষার্থী মাজহারুল জয়লাভ করেছে সেদিন গর্ভে আমাদের বুক ভরে উঠেছে। আমরা চাই আমাদের মাজহারুলের মত আগামী দিনেও যাতে নোয়াখালী জেলা স্কুলের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলের নেতৃত্ব দেয়। আমাদের ছাত্র মাজহারুল আজকের তরুণ প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তার এই অর্জন বিদ্যালয়ের গৌরব বাড়িয়েছে। আমরা আশা করি ভবিষ্যতে এই বিদ্যালয়ে শিক্ষার্থীরা এর ধারাবাহিকতা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।