লক্ষ্মীপুর সংবাদদাতা: লক্ষ্মীপুরে ঈদুল আজহা পরবর্তী ঢাকা ও চট্টগ্রামগামীসহ বিভিন্ন দূর-পাল্লার যানবাহনে যাওয়া যাত্রী পরিবহনে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এ দিকে জেলা প্রশাসন/উপজেলা প্রশাসন বাড়তি ভাড়া আদায় বন্ধে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে জরিমানাসহ নানান কর্মসূচি নেয়। এরই অংশ হিসেবে ১৪ জুন (শনিবার) বিকেল থেকে সন্ধা পর্যন্ত ঢাকাগামী ইকোনো ও জোনাকী পরিবহনে অভিযান চালিয়ে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বাড়তি ভাড়া আদায় করার ৫০ জন ছাত্রীকে অতিরিক্ত ভাড়ার টাকা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ফেরত দিতে বাধ্য হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় বটতলী জোনাকী কাউন্টারকে ২০০০ (দুই হাজার) টাকা জরিমানা করা হয়। অভিযানে বিআরটিএ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, পবিত্র ঈদ-উল-আযহা পরবর্তী যাত্রীদের যাতায়াত নির্বিঘেœ ও নিরাপদ এবং নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া যেন না নিতে পারে সেই লক্ষ্যে বটতলী, মান্দারী, জকসিন সহ বিভিন্ন কাউন্টারে যাত্রী সাধারণের সাথে কথা বলে দেখা যায় জোনাকি ও ইকোনো পরিবহন কর্তৃক বিআরটিএ এর নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ১৫০/২০০ টাকা করে ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়। তাৎক্ষণিক ৫০ জন যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থ ফেরত নিয়ে দেওয়া হয় এবং নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে জোনাকি কাউন্টার, বটতলী এর ২,০০০/- টাকা অর্থদন্ড করা হয় ভবিষ্যতে যেন নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া না নেওয়া হয় সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে দেওয়া হয়েছে।