পঞ্চগড়ে জাতীয় মহাসড়কের (এন-৫) সড়ক নিরাপত্তা নিশ্চিত করণে পঞ্চগড় শহরের ৩ কিলোমিটার সড়ক ফোর লেনে উন্নীতকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি পঞ্চগড়- বাংলাবান্ধা মহাসড়কের পঞ্চগড় যুব উন্নয়ন অধিদপ্তর ভবনের সামনে এই কাজের উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করেন, পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মোহাম্মদ সায়েমুজ্জামান।
এ সময় পঞ্চগড় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সুলতান মাহমুদ , উপ বিভাগীয় প্রকৌশলী মো. মোতাহার আলী, উপ-সহকারি প্রকৌশলী তন্ময় চক্রবর্তীসহ সংশ্লিষ্টরা।
পঞ্চগড় সড়ক বিভাগ জানায়, জাতীয় মহাসড়কের (এন-৫) সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় পঞ্চগড় শহরের তিন কিলোমিটার সড়ক ফোর লেনে উন্নীত করা হবে। পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ কাজী সায়েমুজ্জামান জানান, পঞ্চগড় শহরের ৩ কিলোমিটার ফোর লেনের কাজ শুরু করেছি। ইতিমধ্যে ফোর লেনের কাজ শুরু হয়েছে।