নানা আয়োজনের মধ্য দিয়ে ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)। উৎসবে চিকিৎসা বিজ্ঞানে প্রতিষ্ঠানের নানা উদ্ভাবন ও স্বাস্থ্য সমস্যা সমাধানে অবদান তুলে ধরা হয়। বলা হয়- এই উদযাপন শুধু প্রাতিষ্ঠানিক ও বৈজ্ঞানিক সাফল্যগুলোই নয়, বরং এর বৈচিত্র্যময় ও গতিশীল সামাজিক চেতনাকেও তুলে ধরে যা আইসিডিডিআরবি-র অনন্য বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটায়। এ ছাড়াও, কয়েক দশকজুড়ে বাংলাদেশে বৈজ্ঞানিক উদ্ভাবন ও জনস্বাস্থ্যে প্রভাবের যাত্রাকে তুলে ধরতে ‘দক্ষিণ এশিয়াজুড়ে পুষ্টি গবেষণার অর্ধ-শতাব্দীর যাত্রা’ শীর্ষক একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর আইসিডিআরবি সাসাকাওয়া মিলনায়তনে এই উৎসবের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের দীর্ঘ ইতিহাস ও অর্জনকে সম্মান জানাতে আনন্দঘন এই উদযাপনে কূটনীতিক, গবেষক, অ্যালামনাই, উন্নয়ন সহযোগী, আইসিডিডিআরবির কর্মী, দাতা সংস্থা, গণমাধ্যম প্রতিনিধি ও শুভাকাঙ্খীরা অংশ নেন। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ আইসিডিডিআরবির দীর্ঘদিনের সহযোগী দাতা, অ্যালামনাই, করপোরেট প্রতিষ্ঠান,উন্নয়ন সহযোগী সংস্থা ও অংশীদারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় গবেষণাপত্র প্রকাশ নয়, বরং সেইসব গবেষণার ফল বাস্তবে প্রয়োগের মাধ্যমে মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলা। এসব প্রভাব তৈরি সম্ভব হয়েছে আমাদের বিজ্ঞানী, ল্যাব, হাসপাতাল ও মাঠ পর্যায়ের কর্মীদের নিষ্ঠা এবংআন্তর্জাতিক সহযোগী প্রতিষ্ঠান ও দাতা দেশগুলোর সমর্থনের পাশাপাশি স্থানীয় দাতাগোষ্ঠী, শিল্প, ব্যবসা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্রমবর্ধমান অবদানের মাধ্যমে।