মৌলভীবাজার সংবাদদাতা: আইন-শৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদান রাখায় এবং দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কর্মের স্বীকৃতিস্বরূপ 'পুলিশ ফোর্স এক্সেমপ্লারি সার্ভিস ব্যাজ ২০২৪' (আইজিপি ব্যাজ)পাচ্ছেন মৌলভীবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপার এম,কে,এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা মহোদয়। আসন্ন পুলিশ সপ্তাহে রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ পুলিশের মাননীয় পুলিশ মহাপরিদর্শক জনাব বাহারুল আলম, বিপিএম মহোদয় এ ব্যাজ পরিয়ে দিবেন। এর আগে ২০২০ সালে তিনি পিপিএম সেবা পদকে ভূষিত হন। সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জেলা পুলিশের মিডিয়া সেল।
গ্রাম-গঞ্জ-শহর
আইজিপি ব্যাজ পেলেন মৌলভীবাজারের পুলিশ সুপার
আইন-শৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদান রাখায় এবং দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কর্মের স্বীকৃতিস্বরূপ 'পুলিশ ফোর্স এক্সেমপ্লারি সার্ভিস ব্যাজ ২০২৪'