পলাশবাড়ি (গাইবান্ধা) সংবাদদাতা : গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার ৪ নং বরিশাল ইউনিয়নের প্রত্যন্ত পল্লী দুবলাগাড়ী। গ্রামের মানুষ সহজ-সরল, প্রকৃতি মনোরম। সেই পরিবেশেই দাঁড়িয়ে আছে দুবলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়- একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান, যার দায়বদ্ধতা, নান্দনিকতা ও সৃজনশীলতার গল্প এখন এলাকায় অনুকরণীয় উদাহরণ।

তবে সব অর্জনের মাঝেও বড় একটি সংকট আজ বাধা হয়ে দাঁড়িয়েছে- বিদ্যালয়ের নিজস্ব ভবন নেই, আর এ কারণে ব্যাহত হচ্ছে নিয়মিত পাঠদান।

শহরের নামকরা বিদ্যালয়ের সঙ্গে টেক্কা দেওয়ার মতো দৃষ্টিনন্দন পরিবেশ। বিদ্যালয়জুড়ে সবুজের সমারোহ, ছাদবাগানে বাহারি ফুল-ফল, খোলা বাতাসে মন ভরিয়ে শেখার সুযোগ।

এখানে রয়েছে সততা স্টোর- যেখানে নেই কোনো বিক্রেতা, আছে শুধু আত্মবিশ্বাস আর নৈতিকতার শিক্ষা। আছে পত্রিকা পাঠাগার, যেখানে প্রতিদিন শিশুরা দেশ-বিদেশের খবর পড়ে নিজেদের দৃষ্টিকে প্রসারিত করে।

শিশুদের প্রতিদিনের ভালো কাজগুলো তুলে ধরা হয় নৈতিক দেয়ালে- যা শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা তৈরি করেছে।

এমন অবস্থায় অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।