দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দিতে প্রবাসীর ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা চালানোর ঘটনায় নাঈম হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি খুলনা জেলার রূপসা উপজেলার দুরজনী মহল গ্রামের জাহিদ হোসেনের ছেলে এবং বর্তমানে দাউদকান্দি পৌরসভার পশ্চিম মাইজপাড়া এলাকায় বসবাস করছিলেন।
সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানা পুলিশ গোয়ালমারী ইউনিয়নের দক্ষিণ নছরুদ্দি গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। তবে মামলার অন্যান্য আসামিরা এখনও পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ জুন উপজেলার নুরপুর এলাকায় প্রবাসী শাহ আলমের ছোট ভাই দাউদকান্দি পৌরসভার ১ নং ওয়ার্ডের বিএনপির সেক্রেটারি
সোহেল মীরকে পূর্ব বিরোধের জেরে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে নাঈমসহ কয়েকজন সন্ত্রাসী। আশঙ্কাজনক অবস্থায় আহত সোহেল মীর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
দাউদকান্দি থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, “প্রাথমিকভাবে তদন্তে জানা গেছে ঘটনাটি পূর্ব শত্রুতার জেরেই ঘটেছে। হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারকৃত নাঈম হোসেন এজাহারে ৭ নম্বর আসামি। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।”