ফুলতলা সংবাদদাতা : বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) আয়োজনে খুলনা বিভাগের খুলনা বাগেরহাট ও সাতক্ষীরা অঞ্চলের বিএডিসি বীজ ডিলারদের দুই দিনব্যাপী কর্মশালা ফুলতলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার সুচি রানী সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিএডিসি অতিরিক্ত মহা-পরিচালক (বীজ বিপণন) মোঃ সেলিম হায়দার। বিশেষ অতিথি ছিলেন বিএডিসির যশোরের যুগ্ম পরিচালক (বীজ বিপণন) একেএম কামরুজ্জামান, বিএডিসির যুগ্ম পরিচালক (সার) মোঃ লিয়াকত আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, ফুলতলা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আরিফ হোসেন, প্রমুখ। কর্মশালায় খুলনা সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকার দুই শতাধিক বীজ ডিলার অংশ নেন।

নির্বাচন

শ্রীপুর মাগুরা : মাগুরা পৌর কেন্দ্রীয় বাস টার্মিনালের পরিবহন কাউন্টার মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মোঃ নান্টু মিয়া এবং রানা মোল্লা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মাগুরা পৌর কেন্দ্রীয় বাস টার্মিনাল ভবনের দ্বিতীয় তলায় এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে ৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের মধ্যে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৪১ জন।

মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

শান্তিগঞ্জ : ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া উত্তরণ ক্লাব ও ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনায় প্রতিবছরের ন্যায় এবারো ঐতিহ্যবাহী ২৫তম এম এ মান্নান প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজে এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ, জগন্নাথপুর ও সদর উপজেলার ৭৯৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকালে মেধাবৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন শান্তিগঞ্জ উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মোঃফরিদুর রহমান।

আলোচনা সভা

মাগুরায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ মহিলা পরিষদ মাগুরা জেলা শাখা। বৃহস্পতিবার বিকালে সংগঠনের নিজ কার্যালয় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সভাপতি কাজী লাবনী জামানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় সদস্য লিপিকা দত্ত, জেলা শাখার সাধারণ সম্পাদক পাপিয়া খন্দকার, সহ-সাধারণ সম্পাদক লিপি জোয়ারদার, লিগ্যাল এইড সম্পাদক খালেদা হাশিম, অর্থ সম্পাদক কামরুন নাহার বকুল, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণা সরকার ও সদস্য ডলি রহমান প্রমুখ।