সোনারগাঁও সংবাদদাতা : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাজহরদী এলাকায় অবৈধ বিষাক্ত ব্যাটারি কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী। শুক্রবার আসর নামাজের পর কাজরদী বাজার সংলগ্ন ব্রিজে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নিয়ে কাজহরদী বাজারের ব্যবসায়ী আল আমিন বলেন, এই অবৈধ কারখানার কালো ধোয়ায় ফল গাছে ফলন হয় না, শ্বাসকষ্ট জনিত রোগ বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে বাচ্চারা বেশি আক্রান্ত হচ্ছে। আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি যত দ্রুত সম্ভব অবৈধ ব্যাটারি কারখানা বন্ধ করা হোক। কাজহরদী মসজিদের ইমাম বলেন, এক মুসলিম আরেক মুসলিমকে কষ্ট দেওয়া হারাম। আমাদের এখানে মসজিদ, মাদ্রাসা, স্কুল ও কবরস্থানে আগত অনেক মানুষ এই কারখানার বিষাক্ত কালো ধোয়ায় আক্রান্ত হচ্ছে। আমরা এই অবৈধ কারখানা আমাদের এলাকায় চাইনা।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক মুরুব্বী বলেন, দেশের ও সমাজের মানুষ সুস্থ থাকতে পারে জন্য আজকে এই মানববন্ধন করছি। অবৈধ কারখানা দ্রুত উচ্ছেদ হোক আমারা এটাই চাই।
আরেক এলাকাবাসী বলেন, সরকারের কাছে আবেদন করি যেই কারখানার কারণে খামার, গাছপালা মানুষের ক্ষতি হয় সেই কারখানা অতি দ্রুত বন্ধ করা হোক। পরে বিক্ষোভ মিছিলের মাধ্যমে মানববন্ধনটি শেষ হয়। খোঁজ নিয়ে জানা যায়, এলাকাবাসীর কাছে উক্ত ব্যাটারি কারখানার মালিক মোহাম্মদ আলমগীর কারখানাটি এক মাসের মধ্যে বন্ধ করে দিবেন বলে কথা দিয়েছেন।