চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পিটিআই এলাকায় প্রকাশ্যে কতিপয় আওয়ামী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মোঃ শামিম মাসাদ রবিন (৪২) নামে এক জামায়াত কর্মীকে গুরুতর আহত করার খবর পাওয়া গেছে। সোমবার রাতে পৌরসভার পিটিআই এলাকার এক সেলুনের পাশর্^বর্তী ভাঙরির দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহত শামিম মাসাদ রবিন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুবাগান মহল্লার মৃত আলমের ছেলে। এ ঘটনায় ১২ জনকে আসামী করে গত মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত ২ জনকে গত মঙ্গলবার দিবাগত রাতে পুলিশ গ্রেফতার করেছে। জানা গেছে, জামায়াত কর্মী শামিম মাসাদ রবিন সোমবার রাত সাড়ে ৮টার দিকে অত্র এলাকার এক সেলুনে বসেছিল। এসময় সুমন নামে ২৪ বছরের এক যুবক রবিনকে ডেকে বলে আপনার সাথে কিছু কথা আছে বলে তাকে পাশর্^বর্তী এক ভাংরির দোকানে নিয়ে যায়। সেখানে ওৎপেতে থাকা কতিপয় আওয়ামী সন্ত্রাসীরা শামিম মাসাদ রবিনের উপর অতর্কিত হামলা চালায়। এসময় তাকে চাপাতি, ধারালো চাকু, হাসুয়া দিয়ে এলোপাতাড়িভাবে আঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলেও, তাদেরকেও বিভিন্নভাবে হুমকি দেয়। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে গুরুতর আহত রবিনকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। পরবর্তীতে আহত শামিম মাসাদ রবিন বাদি হয়ে বাড় ভাই আশিক পারভেজের শাহিনের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। পরে, পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করেছে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি নূরে আলম। এ ঘটনায় জামায়াতের পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানীসহ অন্যান্য নেতৃবৃন্দ তীব্র নিন্দা এবং অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান।