শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগরী জামায়াতের নেতা ড. ফখরুদ্দীন মানিকের শ্বশুর মরহুম ইমামুদ্দিন (৭৪) ইন্তিকাল করেছেন (ইন্না-লিল্লাহ হে ওয়া ইন্নাইলাহে রাজিউন)। গতকাল শনিবার নোয়াখালী জেলা শহরের পাশে দরবেশপুর গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়, জানাজা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াতের আমীর জনাব ইসহাক খন্দকার ও নোয়াখালী শহর শাখা আমির মাওলানা মো ইউসুফ, এবং ড. ফখরুদ্দীন মানিক। বিপুল সংখ্যক মানুষ জানাজায় অংশ গ্রহণ করেন, তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে যান। মরহুম ইমামুদ্দিন সাহেবের মেয়ে জান্নাতুল কারিম সুইটি ছাত্রী সংস্থার সাবেক কেন্দ্রীয় সভানেত্রী ও ড. ফখরুদ্দীন মানিকের স্ত্রী, সুইটি ঢাকা মহানগরীর মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারি। উল্লেখ্য মরহুম ইমামুদ্দিন গতকাল জুম্মা বার বিকেলে ঢাকা ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন।
গ্রাম-গঞ্জ-শহর
ড. ফখরুদ্দীন মানিকের শ্বশুরের দাফন সম্পন্ন
শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগরী জামায়াতের নেতা ড. ফখরুদ্দীন মানিকের শ্বশুর মরহুম ইমামুদ্দিন (৭৪) ইন্তিকাল করেছেন (ইন্না-লিল্লাহ হে ওয়া ইন্নাইলাহে রাজিউন)। গতকাল শনিবার নোয়াখালী জেলা শহরের পাশে