রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগতিতে মেহেদী হাসান (২৮) নামে এক যুবকের বসতবাড়ির পাকের ঘরে আড়ার সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে ৭ নম্বর চর রমিজ ইউনিয়নের চর মেহের গ্রামের বাবর মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। মেহেদী হাসান ওই বাড়ির বাবর মাষ্টারের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেহেদী হাসানের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায় মেহেদী হাসানের মা এক বছর আগে মারা যান তার বাবা বাবর মাস্টার ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন বাড়িতে সে একাই থাকতো সেও একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতো একা বাড়ির সে একাই ঘরে থাকতো কিছুদিন আগ থেকে পার্শ্ববর্তী চর গোঁসাই গ্রামের এক মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক হয় বলে জানা যায়, ওই মেয়ের সাথে তার বিবাহের কথা ছিল এক পর্যায়ে মেহেদী তাকে বিবাহে অস্বীকৃতি জানায় ঘটনাটি এক পর্যায়ে উভয় পরিবারের মাঝে জানাজানি হয়। মেয়ের পরিবারের পক্ষ থেকে বিবাহের চাপ সৃষ্টি করেন। একপর্যায়ে মেহেদির বোন, ভগ্নিপতি অন্য আত্মীয়-স্বজনসহ ঘটনার দিন রাতে তারা মেহেদীর সাথে বিষয়টি নিয়ে ওই বাড়িতে বৈঠকে বসেন। সেখানে দির্ঘ সময় ধরে পরিবারের লোকজনের সাথে তার কথা কাটা কাটি হয়। মেহেদীর অনাগ্রহের কারণে কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তারা। পরে তারা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে তারা দেখতে পান মেহেদির লাশ পাকের ঘরের আড়ার সাথে ঝুলে রয়েছে। কি হলো তারা কিছুই বুঝতে পারছেন না। এঘটনা এলাকায় জানাজানি হয়ে যায় পরে পুলিশে খবর দিলে পুলিশ তারা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা

নেত্রকোনা সংবাদদাতা : স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আমাদের করণীয় শীর্ষক হাসপাতাল অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। নেত্রকোনায় স্বাবলম্বী উন্নয়ন সমিতি ও বাংলাদেশ হেলথ ওয়াচ, ঢাকা এর সহযোগিতায় নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে সম্প্রতি নার্সিং ইনস্টিটিউট মিলনায়তন,সদর হাসপাতালে সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযুদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, ভারপ্রাপ্ত সভাপতি, জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম, আরো উপস্থিত ছিলেন ডাক্তার মোহাম্মদ একরামুল হাসান,ভারপ্রাপ্ত তত্বাবধায়ক , ডাক্তার মোঃ মাজহারুল আমীন, ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার, ডাক্তার প্রবাল দত্ত অধিকারী, কনসালটেন্ট, ডাক্তার মৃদুল দেবনাথ, ডাক্তার মোঃ রুহুল আমীন, নার্স ইন্সস্ট্রাকটর শারমিন আক্তার, সুবর্ণা তালুকদার, সমাজ সেবা অফিসার ফেরদৌস আহম্মেদ, রাজেশ অধিকারী, প্রোগ্রাম ম্যানেজার, বাংলাদেশ হেলথ ওয়াচ, ঢাকা, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য বৃন্দ, যুব ফোরামের সদস্য বৃন্দ ও স্বাবলম্বী উন্নয়ন সমিতির মাসুম ইবনে জয়নাল, অলিভিয়া আক্তার ও চয়ন সরকার।