শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন পাবনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র্যালী পূর্বক শ্রমিক সমাবেশে শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক রেজাউল করিম বলেন, শ্রমিক-মালিক এক হয়ে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে।
তিনি আরও বলেন, শ্রমিক ও মালিক পরস্পরের পরিপূরক এবং তাদের যৌথ প্রচেষ্টাতেই একটি শক্তিশালী, আত্মনির্ভর ও শোষন, বৈষম্যহীন এক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। জুলাই-আগস্টের ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে আমাদের ঐক্য ও সহযোগিতার ধারা অব্যাহত রাখতে হবে।
শ্রমিক কল্যান ফেডারেশনের পাবনা সদর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মিরাজুল ইসলামের সভাপতিত্বে সেক্রেটারী আমিনুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা শাখার সভাপতি অধ্যাপক রেজাউল করিম, সংগঠনের নায়েবে আমীর জাকারিয়া হোসেন, অধ্যাপক আমিরুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল মালেক প্রমুখ।
এছাড়া পাবনা মটর মোটর শ্রমিক ইউনিয়ন মোটর শ্রমিক মেকানিক্স ইউনিয়ন ও জাতীয়তাবাদী শ্রমিক দলের ভিন্ন ভিন্ন কর্মসূচি পালিত হয়।