চট্টগ্রামের শিল্প কলকারখানায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ শ্রমিক শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
আজ এক যৌথ বিবৃতিতে ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও নগর সভাপতি এস এম লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী বলেন, দেশের বিদ্যমান পরিস্থিতি অবনতির লক্ষ্যে পতিত স্বৈরাচারের দোসররা নানামুখী চক্রান্ত ও ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা দেশের বৃহত্তম শিল্প এলাকা চট্টগ্রাম নগরীকে টার্গেট করেছে। এখানকার বিভিন্ন শিল্পকল কারখানা ও ইপিজেড নিয়ে ষড়যন্ত্রের জাল বুনছে। সাম্প্রতিক অগ্নিকাণ্ডগুলো তাদের ষড়যন্ত্রের অংশ কিনা তা দ্রুততম সময়ের মধ্যে খতিয়ে দেখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।
নেতৃত্বদ্বয় বলেন, ষড়যন্ত্রকারীরা মনে করছে শ্রমজীবী মানুষদের কর্মস্থল ও ব্যবসায়ীদের পুঁজিকে ধ্বংস করে দেশকে অস্থিতিশীল করবে। তারা ঘোলাপানিতে মাছ শিকার করতে চায়। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই শ্রমজীবী মানুষরা তাদের সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত রয়েছে। তারা যদি এখনো ষড়যন্ত্র থেকে পিছিয়ে না আসে তাহলে তাদের পরিণতি পতিত স্বৈরাচারের মতই হবে।
নেতৃত্বদ্বয় বলেন, এমতাবস্থায় নগরীর প্রতিটি শিল্প কলকারখানা ও ইপিজেড সহ যাবতীয় সরকারি বেসরকারি স্থাপনা কঠোর গোয়েন্দা নজরদারিতে আনা দরকার। এক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনীকে এখনই সতর্ক হওয়ার ও দেশপ্রেমের সাথে দায়িত্ব পালনের জন্য আমরা আহ্বান করছি। একই সাথে প্রতিটি স্থাপনার নিরাপত্তা বৃদ্ধির জন্য মালিকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি শ্রমিক ভাই বোনদের প্রতি নিবেদন করছি নিজেদের কর্মস্থল রক্ষার জন্য। মালিক শ্রমিক কাঁধে কাঁধ মিলিয়ে সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।