সারাদেশের ক্যাম্পাসে বর্তমানে একটি সুষ্ঠু ও বৈষম্যহীন পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে অতি দ্রুত রাজশাহী কলেজসহ দেশের সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
গতকাল শনিবার সকালে রাজশাহী কলেজ মাঠে কলেজের অনার্স ১ম বর্ষ (২০২৪-২৫) সেশনের শিক্ষার্থী এবং উচ্চ মাধ্যমিকের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে “ক্যারিয়ার গাইডলাইন নবীনবরণ” শীর্ষক একটি বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু’র ভিপি সাদিক কায়েম। সভাপতিত্ব করেন শিবিরের রাজশাহী কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান মাসুম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শিবিরের সাবেক নেতা ডা. মোহা. জাহাঙ্গীর, অধ্যাপক শাহ হোসাইন আহমদ মেহেদী, শিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভুইয়া, রাকসু ভিপি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি, রাজশাহী মহানগর সভাপতি মোহা. শামীম উদ্দীন, কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক সিফাত উল আলম প্রমুখ।
প্রধান বক্তা সাদিক কায়েম বলেন, ছাত্র সংসদকে ক্যাম্পাসের সকল সমস্যার সমাধানের মূল চাবিকাঠি। শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই এই ক্যাম্পাসকে নেতৃত্ব দিবেন। আপনাদের সমস্যা সংকট সবকিছু ছাত্রনেতাদের মাধ্যমে উঠে আসবে এবং এই সমস্যার সমাধান ছাত্র নেতৃত্বদের মাধ্যমেই হওয়া সম্ভব। তিনি আরো বলেন, “আবাসন সমস্যা থেকে শুরু করে যাবতীয় ক্যাম্পাসের সকল সমস্যা দূরীকরণে ছাত্র সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ছাত্র সংসদই এই সমস্যাগুলোর সমাধান করতে পারবে।” জুলাই বিপ্লবে তরুণ সমাজের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, এই তরুণরাই জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে এবং বিপ্লব সফল করেছে। “তরুণরা বলেছে বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদ তৈরি হবে না। তরুণরা দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে, তাদের আধিপত্যের বিরুদ্ধে একসাথে রাজপথে নেমেছে এবং রাজপথে থাকার অঙ্গীকার করেছে। তিনি তরুণদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, বৈষম্য শেষ না হওয়া পর্যন্ত এবং নতুন বাংলাদেশ নির্মাণ না হওয়া পর্যন্ত আন্দোলন জারি রাখতে হবে। ব্যক্তিগত জীবনে সফলতা প্রসঙ্গে তিনি ইসলামকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেন।