ঢাকায় বসবাসরত নোয়াখালীর বেগমগঞ্জের নাগরিকদের নিয়ে ঢাকাস্থ বেগমগঞ্জ উপজেলা ফোরামের উদ্যোগে সোমবার সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, কাকরাইলে এক প্রীতি সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ফোরামের সভাপতি আমিনুল হক টিপুর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ নুর নবীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা'ছুম এবং প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী, নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি, সাবেক বেগমগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন।

প্রধান অতিথি মাওলানা এটিএম মা'ছুম বলেন, বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে আজকের এই অবস্থানে এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জুলাই আন্দোলনের পর দেশে ইসলামের যে গণ জোয়ার সৃষ্টি হয়েছে সেটাকে ধরে রাখতে হবে। দেশের উন্নয়ন এবং সার্বভৌমত্ব রক্ষায় সৎ ও যোগ্য মানুষকে নির্বাচিত করতে হবে। জামায়াতে ইসলামী দেশে ইনসাফ ও ন্যায় ভিত্তিক সমাজ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছে।

প্রধান বক্তার বক্তব্যে জামায়াত থেকে বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন বলেন, আমি একাধিক বার বেগমগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলাম। কারো সাথে অন্যায় করেছি, কারো হক মেরে খেয়েছি এমন কথা কেউ বলতে পারবে না। ফলে সারা দেশের মতো আজ বেগমগঞ্জেও দাঁড়িপাল্লার যে জোয়ার পরিলক্ষিত হচ্ছে সেটা আশাব্যাঞ্জক। এটা আমাদের দীর্ঘদিন বেগমগঞ্জের মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ানোর ফল। এই ধারা অব্যাহত রাখতে সবাইকে দাঁড়িপাল্লা বিজয়ী করার জন্য কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী, এশিয়ান ইউনিভার্সিটির শিক্ষক প্রফেসর জাকির হোসেন, বাংলাদেশ লইয়ারস কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাঈন উদ্দিন, আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনির হোসেন, বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু জায়েদ, ডাকসুর কার্য নির্বাহী কমিটির সদস্য আনাস ইবনে মুনীর প্রমুখ, শহীদুল্লা হল সংসদের ভিপি তারিকুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি এ্যাডভোকেট শরীফ আহমদ। আরো উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার জাকির হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবদূর রহিম, সংগঠনের সহ সভাপতি প্রফেসর গোলাম মর্তুজা, আবু সুফিয়ান, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার ওহিদুর রহমান নিঝুম, প্রচার সম্পাদক মোরশেদ আলম, এডভোকেট মুজাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার আহসান উল্যা সহ ঢাকায় বসবাসরত বেগমগঞ্জের বিপুল সংখ্যক নানা পেশার নাগরিকবৃন্দ।