ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধরলা নদী তীরবর্তী পশ্চিম ধনিরাম এলাকায শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে অগ্রণী ব্যাংক পিএলসি, কুড়িগ্রামে অঞ্চল।
রোববার (১৮ জানুয়ারি ) দুপুরে পশ্চিম ধনিরাম সরকারি প্রাথমিক বিদ্যালযের মাঠে অগ্রণী ব্যাংকের পরিচালক ও অতিরিক্ত সচিব সাঈদ কুতুবের সহযোগিতায দুই শতাধিক শীতার্ত ও অসহায মানুষের হাতে কম্বল তুলে দেওযা হয।
এ সময উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন অগ্রণী ব্যাংক রংপুর সার্কেলের মহাব্যবস্থাপক সুধীর রঞ্জন বিশ্বাস, অগ্রণী ব্যাংক পিএলসি কুড়িগ্রাম অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক এস. এম. আহসান হাবীব, জেলা চর উন্নযন কমিটির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক ও ফুলবাডী উপজেলা চর উন্নযন কমিটির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, অগ্রণী ব্যাংক ফুলবাডী শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান, প্রিন্সিপাল অফিসার মাসুমুর রশীদ, জেলা চর উন্নযন কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ধরলা নদীটি ভারতের কর্ণপুর এলাকা থেকে বাংলাদেশে প্রবেশ করে ফুলবাড়ী ও কুড়িগ্রাম সদর উপজেলার প্রায ৪৫ কিলোমিটার পথ অতিক্রম করে ব্রহ্মপুত্র নদে পতিত হযেছে। এই নদীর দুই তীরের হাজার হাজার মানুষ প্রতিবছর নদীভাঙন ও বন্যার কারণে গৃহহীন হযে পডছে। বারবার ঠিকানা বদল করতে বাধ্য হওযা এসব মানুষ শীত মৌসুমে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন।
বক্তারা আরও বলেন, তীব্র শীতে অসহায ও হতদরিদ্র মানুষগুলো যখন চরম কষ্টে দিন কাটাচ্ছেন, তখন অগ্রণী ব্যাংকের এই কম্বল বিতরণ কার্যক্রম তাদের জন্য সামান্য হলেও স্বস্তি নিযে এসেছে। কম্বল পেযে অনেক শীতার্ত মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
ব্যাংক কর্তৃপক্ষ জানান, সামাজিক দাযবদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও চরাঞ্চল ও নদী তীরবর্তী অসহায মানুষের পাশে দাঁডাতে অগ্রণী ব্যাংক পিএলসি সবসময সচেষ্ট থাকবে।