গত ২৯ আগস্ট শুক্রবার সকাল ৯টা-থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় ২০ জন কনসালটেন্টদের উপস্থিতিতে ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনোস্টিক সেন্টার বগুড়ার উদ্যোগে গরীব ও অসহায় রোগীদের কল্যানে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পে কনসালটেন্টগণ প্রায় ১০০০ জন রোগীকে ফ্রি চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করেন। ক্যাম্পে প্রধান অতিথি হিসাবে উপস্থতি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডাঃ শরীফ মোহাম্মদ রেজাউল মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত ইউনিট এর সিনি. এজিএম এন্ড ইউনিট ইনচার্জ নূরে আলম সবুজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ডেপুটি ডিরেক্টর মেডিকেল সার্ভিসেস ডাঃ এ.কে.এম মাসুদ পারভেজ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিতি ছিলেন ইউনিটের একাউন্টস ইনচার্জ, মার্কেটিং ইনচার্জ, এইচআর ইনচার্জ ও ইবনে সিনা ডি-ল্যাব বগুড়ার মার্কেটিং ইনচার্জসহ প্রমূখ। এই সেবায় রোগীরা খুবই সন্তুষ্টি প্রকাশ করেন এবং চিকিৎসা জগতের পথ প্রদর্শক ইবনে সিনা ট্রাস্টের উত্তরোত্তর উন্নতি কামনা করেন।
(প্রেস বিজ্ঞপ্তি)