যশোর সংবাদদাতা : যশোরের ইছালি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নাদিয়া আক্তার নদীর মৃত্যুকে আত্মহত্যা নয়, বরং একটি পরিকল্পিত হত্যাকা- দাবি করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা এ কর্মসূচি পালন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, নাদিয়ার সঙ্গে একই গ্রামের যুবক নাজমুলের প্রায় তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে এই সম্পর্ক গভীর হলে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, নাজমুল গোপনে সেই সম্পর্কের ভিডিও ধারণ করে নাদিয়াকে ব্লাকমেইল করতে থাকেন এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। এতে নাদিয়া চরম মানসিক চাপের মধ্যে পড়ে যান।

স্বজনদের দাবি, ঘটনার দিন ১১ ডিসেম্বর রাত আনুমানিক আটটার দিকে নাদিয়া নাজমুলের বাড়িতে গিয়ে তাকে বিয়ের দাবি জানান। কিন্তু নাজমুল বিয়েতে অস্বীকৃতি জানালে তিনি ও তার পরিবারের সদস্যরা নাদিয়াকে শারীরিকভাবে নির্যাতন করেন। পরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করে বাড়ির উঠানে মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজানো হয়। এরপর বিষয়টি নাদিয়ার পরিবারকে জানানো হয়।

এ ঘটনায় নাদিয়ার পরিবার ও স্থানীয়রা প্রধান অভিযুক্ত প্রেমিক নাজমুলসহ ফাইজুর, কামাল, হোসেন, মিজারুল, বাবলু, নাইম, রিয়াজ ও নাসিরের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।