দেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত প্রায় সব সহিংসতার মূল উৎস হিসেবে ফেসবুককে দায়ী করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। গতকাল বুধবার রাজধানীর বাংলামোটরে শিল্পকলা একাডেমিতে সকল প্রাণের নিরাপত্তা (সপ্রাণ) কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় তিনি ফেসবুককে এ দায় দেন। শফিকুল আলম বলেন, ২০১০ সালের পর থেকে বাংলাদেশে ফেসবুক জনপ্রিয়তা পেতে শুরু করে। তারপর থেকে যতবড় বড় সহিংসতা আমরা দেখেছি -ভোলা, নাসিরনগর, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, সুনামগঞ্জসহ প্রায় সব ঘটনার সূত্রপাত ফেসবুক। ফেসবুকে ছড়ানো গুজব বা ঘৃণাপূর্ণ পোস্ট থেকেই এসব ভায়োলেন্স হয়েছে। আমরা ফেসবুককে দৈনন্দিন জীবনের অংশ করে ফেলেছি। কিন্তু ফেসবুক ব্যবহারের নামে এই প্লাটফর্ম দিয়ে ঘৃণা ছড়ানো, সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে উসকানি দেওয়া আজ ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। সামনে নির্বাচনকে কেন্দ্র করে নানাধরণের ফটো কার্ডের মাধ্যমে এটি আরও বাড়বে।

তিনি বলেন, অথচ ফেসবুক এই বিষয়ে কোনো দায়িত্ব নিতে চায় না, কোনো বিনিয়োগও করছে না। তারা কোটি কোটি ডলার আয়ের পরও বাংলাদেশের মতো দেশে ফ্যাক্ট চেকিং ও কনটেন্ট মডারেশনে বিনিয়োগ করতে আগ্রহী নয়।