কুড়িগ্রাম থেকে জেলা সংবাদদাতা

সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন করতে সাংবাদিক ও প্রশাসনের আন্তরিক সহযোগিতা চাইলেন- কুড়িগ্রাম-৩ উলিপুর আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। চলমান প্রেক্ষাপটের উপর নির্ভর করে কুড়িগ্রাম জেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলন তিনি এ আহ্বান জানিয়েছেন।

এতে জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপনের সভাপতিত্বে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী আরও বলেন- আমার উপর জুলুম করা হয়েছে তারপর আবার সময় ক্ষেপণ করে আমার নির্বাচনী এলাকাসহ দেশের জনমনে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। জনমনে বিভ্রান্তি ছড়ায় এমন সংবাদ পরিবেশন ও প্রকাশ না করার জন্য সাংবাদিকদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী আরও বলেন, আমরা সকলে মিলে গড়ব দেশ দুর্নীতি হবে নিরুদ্দেশ।

কুড়িগ্রাম-৩ উলিপুর সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আন্তর্জাতিক অভিবাসন বিশেষজ্ঞ ও মানবাধিকার আইনজীবী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, আমরা পরস্পর মিলে মিশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য করতে চাই। এ ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টার বিকল্প নেই। দেশে অবাদ সুষ্ঠু পরিবেশ তৈরির ক্ষেত্রে আপনাদের অনেক অবদান রয়েছে তবে আরও বেশি আন্তরিক হতে হবে।

নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য করতে মিডিয়ার ভূমিকা অপরিসীম উল্লেখ করে তিনি বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আমরা সুষ্ঠু করতে চাই। সেখানে মিডিয়ায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে জাতিকে জানাতে আপনাদের একান্ত সহায়তা দরকার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ শাহজালাল সবুজ। প্রেস ব্রিফিং করেন কুড়িগ্রাম-৩ উলিপুর আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আবদুল মতিন ফারুকী, কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি আলহাজ্ব মোঃ ইয়াছিন আলী সরকার, জেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার, কুড়িগ্রাম-৪ সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী গণমানুষের পছন্দের বলিষ্ঠ কণ্ঠস্বর মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা শিবিরের সভাপতি মোশাররফ হোসেন, উলিপুর উপজেলা জামায়াতের আমীর এডভোকেট কামাল কবির লিটন, সেক্রেটারি মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদ, নাগেশ্বরী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল মান্নান প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- কুড়িগ্রাম জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ নিজাম উদ্দিন এবং কোরআন তেলাওয়াত করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আবদুল হামিদ মিয়া।