দেশপ্রেমিক বুদ্ধিজীবী প্রফেসর ড. এবনে গোলাম সামাদের বসতবাড়ির রক্ষার দাবিতে পরিচয় সংস্কৃতি সংসদ রাজশাহী নগরীর সিপাইপাড়া ফায়ার সার্ভিস মোড়ে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। পরিচয় সংস্কৃতি সংসদের সভাপতি কবি ও গবেষক প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন, কবি ও লেখক ড. মঞ্জিলা শরীফ, ইতিহাসবিদ ও গবেষক ড. সায়ীদ ওয়াকিল, কথাশিল্পী মঈন শেখ, এবনে গোলাম সামাদের বড়ছেলে শাহরিয়ার সামাদ প্রমুখ। বক্তাগণ বলেন, এবনে গোলাম সামাদ বাংলাদেশের একজন প্রথিতযশা দেশপ্রেমিক বুদ্ধিজীবী। তিনি নিজের জন্য কখনো কিছু করেন নি। দেশের স্বার্থে কাজ করেছেন গোটা জীবন। তাঁর মৃত্যুর পরে তার পরিবারের জন্য একমাত্র সম্বল তার নছিরন ভিলা নামে বাড়িটি। কিন্তু একমি ফার্মাসিউটিক্যালস এই বাড়ির পাশে নিয়মবহির্ভূত পদ্ধতিতে বহুতল ভবন নির্মাণের কাজ করছে। ফলে এবনে গোলাম সামাদের বাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ক্ষতিপূরণসহ বাড়িটি পুনর্নির্মাণের ব্যবস্থা করতে হবে। মানববন্ধনে শিক্ষক, গবেষক, কবি, কথাসাহিত্যিক ও সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি।