গাজীপুর-২ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত মেট্রো সদর থানা জামায়াতের উদ্যোগে নির্বাচন পরিচালনার লক্ষ্যে কেন্দ্র কমিটির পরিচালক ও কেন্দ্র সচিবদের অংশগ্রহণে এক নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সকালে স্থানীয় এক মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি ও মহানগর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পরিচালক আবু সাঈদ মোহাম্মদ ফারুক। এসময় তিনি বলেন, দাড়িপাল্লার পক্ষে জনগণের আগ্রহ ও সমর্থন দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে গাজীপুরবাসী ন্যায় ও আদর্শের পক্ষে ভোট দেবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর আসনের নির্বাচন পরিচালক ও মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আফজাল হোসেন। তিনি বলেন, নির্বাচন একটি আমানত, তা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমাদের সংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ ভূমিকা রাখতে হবে।
মেট্রো থানা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মোঃ ছাদেকুজ্জামান খানের সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় আরও বক্তব্য রাখেন সদর থানা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রব গাজী, মোঃ জালাল উদ্দিন এবং সহকারী সেক্রেটারি মাওলানা আবু তাহের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেট্রো সদর থানা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ তারেকুজ্জামান, মাওলানা কাজী মাহফুজুল্লাহ, ইঞ্জিনিয়ার এফ. এম. জাহিদ আহমেদ, ওয়ার্ড আমির মোঃ মনির হোসেন খন্দকার, মাওলানা আমিন উল্লাহ, আব্দুর রহিম খান ডালিম, মোঃ সুমন শরীফ, মোঃ জাকির হোসেন, মাওলানা নজরুল ইসলাম, মোঃ ফয়সাল ইসলাম প্রমুখ।
কর্মশালায় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে দাড়িপাল্লার পক্ষে ঐক্যবদ্ধ প্রচেষ্টা, ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।