চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল হাই(৫৫)। তিনি গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের মৃত আব্দুস সাত্তার এর পুত্র ও জারুলিয়া বাজারের কাপড় ব্যবসায়ী।

স্থানীয়সূত্রে জানা যায়, শনিবার (১৯ এপ্রিল) দুপুরে আব্দুল হাই তার ভাতিজাকে সঙ্গে নিয়ে ডুলনা গ্রামে তাঁর জমি থেকে বাঁশ কাটতে যান। এসময় ওই গ্রামের কাপ্তান মিয়া ও মাতবর হোসেন এবং কয়েকজন নারী-পুরুষ এসে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি ।

হত্যার খবর পেয়ে তাৎক্ষণিক চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূর আলমসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠান। ওসি বলেন, হত্যাকা-ে জড়িতদের শনাক্ত করে শীঘ্রই গ্রেপ্তার করা হবে।