“বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে আওয়ামী লীগসহ বিভিন্ন দলকে রাজনীতির মাঠে ফিরিয়ে দিয়েছিলেন”এই মন্তব্য করে গাজীপুর মহানগর বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত ১৭ বছর ধরে শহীদ জিয়াকে ইতিহাস থেকে মুছে ফেলতে চাইলেও তা সম্ভব হয়নি।”
গতকাল শনিবার সকালে শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন বক্তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার এবং সঞ্চালনায় ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক এড. আব্দুস সালাম।
বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি, বিএনপি নেতা আহাম্মদ আলী রুশদী, মাহবুব আলম শুক্কুর, এড. সিদ্দিকুর রহমান, বশির আহাম্মেদ বাচ্চু, এড. এমদাদ খান, আকম মোফাজ্জল হোসেন, জয়নাল আবেদীন তালুকদার, প্রভাষক বশির আহাম্মেদ, হুমায়ূন কবির রাজু, যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, সেচ্ছাসেবকদল নেতা শাহাদাত হোসেন শাহীন, মুক্তিযোদ্ধার প্রজন্ম কেন্দ্রীয় সভাপতি রায়হান আল মাহমুদ রানা, ছাত্রদল আহ্বায়ক রোহানুজ্জামান শুক্কুর, মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা প্রমুখ।
অনুষ্ঠান শেষে শহীদ জিয়ার রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মহানগর ওলামা দলের সভাপতি মাওলানা খোকন বিশ্বাস।
এদিকে একই দিন শহরের তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল অডিটরিয়ামে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) গাজীপুর জেলা কমিটির আয়োজনে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল বলেন, “ডিসেম্বরে মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে।” সভায় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, নির্বাহী সদস্য ডা. মাজহারুল আলম, ড্যাবের সদস্য সচিব ডা. খলিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক ডা. মো. কামরুল ইসলাম প্রমুখ।