রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাবেক ব্যক্তিগত সহকারি (পিএস) আব্দুল ওয়াহেদ খান টিটু গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোর ৫টার দিকে নওগাঁর বদলগাছীর চাকরাইল গ্রামের জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা সাগর চৌধুরীর বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায় সাগর চৌধুরী বদলগাছী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। আর আব্দুল ওয়াহেদ খান টিটু রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পুরকৌশল বিভাগের জুনিয়র সেকশন অফিসার। তার বাড়ি নগরীর বোয়ালিয়া থানার রাণীনগর এলাকায়। রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানায় তার নামে দুইটি মামলা রয়েছে। যার মধ্যে একটি হত্যা মামলা। আর অপর মামলাটি গত বছরের ৫ আগস্ট ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা। বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, মোটর শ্রমিক নেতা সাগর চৌধুরীর বাড়িতে বহিরাগত একজন আত্মগোপন করে আছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।