আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা : কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বগুড়ার আদমদীঘিতে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা-পুনর্বাসন কর্মসূচির আওতায় ৩৬১০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে রবি/২০২৫-২৬ মৌসুমে শীতকালীন বীজসহায়তার সরিষা, গম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারী বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়। এ লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা কৃষি অফিসার রবিউল ইসলামের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার সজল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, বিশেষ অতিথির বক্তব্য রাখেনসহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. বেনজির আহমেদ, পল্লী উন্নয়ন অফিসার জাহিদুল ইসলাম, সমাজসেবা অফিসার আল আমিন প্রমূখ।

উল্লেখ্য: আদমদীঘি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩ হাজার ৬১০ জন কৃষক কৃষাণীদের মাঝে গম, সরিষা শীতকালিন পেঁয়াজ, মুগ, মসুর, খেসারী ডাল বীজ ও সার প্রদান করা হয়। এর মধ্যে ১১০ জনকে ২০ কেজি করে গমবীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, শীতকালীন পিয়াজ ২০ জনকে ১ কেজি করে ও ১০ কেজি সার, ১০ এমওপি, ৩ হাজার ৪শ ১০ জনকে ১ কেজি করে সরিষা বীজ ও ১০ কেজি সার, ১০ কেজি এমওপি, ৬০ জনকে ৫ কেজি করে মসুর ডাল পেঁয়াজ বীজ ও ২০ কেজি সার, ১০ জনকে ৫ কেজি করে মুখ ডালবীজ ও ১৫ কেজি সার, ৬০জনকে ৫ কেজি মসুর ডালবীজ ও ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি এছাড়া খেসারী ০৮ কেজি করে করে ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি করে বিনামূল্যে প্রদান হয়।