চট্টগ্রামের পটিয়ায় এক প্রবাসী যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত যুবকের নাম মামুন (২৪), যিনি সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরেছিলেন। এই হত্যাকা-ের অভিযোগে অভিযুক্ত ফাহিম নামে এক ছাত্রলীগ নেতা বর্তমানে পলাতক।

বৃহস্পতিবার বিকেলে পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের আলামপুর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পূর্বশত্রুতার জেরে ফাহিম ধারালো ছুরি দিয়ে মামুনকে এলোপাতাড়ি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় মামুনকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়, কিন্তু শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, হত্যাকা-ের পর থেকেই অভিযুক্ত ফাহিম পলাতক। পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে।