নারায়ণগঞ্জ সংবাদ

নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বহুতল ভবনের নিচতলায় গ্যাসলাইন লিকেজের গ্যাস বিস্ফোরণের আগুনে শিশুসহ একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছে। রাত ৪টায় দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। উপজেলা কাচঁপুরের পাঠাত্তা এলাকায় এঘটনায় ঘটে। দগ্ধরা হল, জরিনা বেগম, আলাউদ্দিন ও শিফা আক্তার ও শিশু শিমলা। জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, ভোরে নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে একই পরিবারের ৪ জন দগ্ধকে আনা হয়। তাদের ৬০% থেকে ২০% পর্যন্ত বার্ণ হয়েছে। স্থানীয়রা জানান, উপজেলার কাচঁপুর ইউনিয়নের পাঠাত্তা গ্রামের আজিম উদ্দিনের ৬ তলা ভবনের নিচতলায় একটি বাসায় ভাড়া নিয়ে বসবাস করতো আলাউদ্দিন তার মা ও দুই সন্তান নিয়ে। শনিবার ভোরে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে ওই রুমে থাকা শিশু সহ চারজন দগ্ধ হন। পরে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ভোররাতে ঘটনার পরপরই দগ্ধদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়েছে। তদন্তের পর অগ্নিকান্ডের ঘটনা বিস্তারিত বলা যাবে।

যুবকের লাশ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়কের পাশে একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ে অর্ধগলিত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুর উপজেলার সুখেরটেক গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় জানায়, দুপুরে ডোবাতে মাছ ধরা জন্য দুই শিশু পানিতে নামে। এসময় তারা লাশটি দেখে স্থানীয়দের জানালে পরে তারা পুলিশকে খবরদেয়ে। পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় পেলে বিস্তারিত বলা যাবে।

অগ্নিকাণ্ড : নারায়ণগঞ্জে আগুনে পুড়ে গেছে একটি মার্কেটের ৩০টি দোকান। ভোর ৫ টায় শহরের নতুন পালপাড়া এলাকায় সমীরকর মার্কেটের হোসিয়ারি ও নিটিং এর দোকানগুলোতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবরপেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত। মার্কেটের প্রায় ৩০টি হোসিয়ারি (মিনি) কারখানা ও বডি নিটিং দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরুপণ করা যায়নি।

কনকনে ঠান্ডায় : কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে বন্দর উপজেলার দক্ষিণ ও উত্তরাঞ্চলের সাধারন জনগন। উপজেলার দুই অঞ্চলে তীব্র শীত জেঁকে বসায় হতদরিদ্ররা শীতবস্ত্রের আশায় দিন গুনছে। প্রচন্ড ঠান্ডা কারনে দিনমজুরা কাজকর্মে বের হতে পারছে না। হাটবাজারে কমে গেছে মানুষের আনাগনা। এ ছাড়া উভয় অঞ্চলে শীতজনিত রোগের প্রকোপ দেখা দিয়েছে বলেও খবর পাওয়া গেছে।

বিভিন্ন তথ্য সূত্রে জানাগেছে, প্রতিদিন ঘন কুয়াশার সাথে বাড়ছে শীতের তীব্রতা। হিমেল হাওয়া আর হালকা শিশির অব্যাহত থাকায় জনজীবন স্থবির হয়ে পড়ছে। কনকনে ঠান্ডায় কাতর হয়ে পরছে হতদরিদ্ররা। শীত নিবারণে সরকারি সহায়তার আশায় দিন গুনছে ভুক্তভোগীরা।

ওয়াজ মাহফিল : নারায়ণগঞ্জের বন্দরে সোনাকান্দা মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা’র ২৬ তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৫ ডিসেম্বর বাদ এশা বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সোনাকান্দা কবরস্থান সংলগ্ন মাদ্রাসার মাঠে এ ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল।

ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ বয়ান করেন সোনারগাঁ হাবিব নগর জামে মসজিদের খতিব মাওলানা আমির হোসাইন আজাদী (দাঃ বাঃ)।