চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুরে আকস্মিক বন্যা দেখা দেয়। এর ফলে ওই এলাকার মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েন। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা মোঃ নূরুল ইসলাম বুলবুলের সৌজন্যে এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের উদ্যোগে গতকাল শনিবার প্রত্যন্ত চর নারায়ণপুর ইউনিয়নে বন্যার্ত ৩৫০ পরিবারের মাঝে চাল, ডাল, গুড়, মুড়িসহ অন্যান্য খাদ্য সামগ্রী হিসেবে সহায়তা প্রদান করা হয়েছে। সহায়তা প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি মোঃ লতিফুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আবু বকর, নায়েবে আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান। এসময় জামায়াত নেতারা বলেন, নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয় এবং পানি লোকালয়ে ঢুকে পড়ে। আকস্মিক বন্যায় প্লাবিত চর নারায়ণপুরবাসীর এই দুর্যোগে মর্মাহত। বন্যাদূর্গত মানুষের সহযোগিতা জামায়াতের সর্বস্তরের জনশক্তি কাজ করছে। সামর্থবান মানুষকে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসতে হবে। বিপদ মুসিবত সবই আল্লাহর পক্ষ থেকে আসে। তাই কঠিন বিপদে বেশী করে আল্লাহর সাহায্য কামনা করতে হবে। জামায়াতে ইসলামী আর্ত মানবতার কল্যাণে সর্বদা কাজ করে যাচ্ছে। জামায়াত যে কোন দুর্যোগে অতীতেও জনতার পাশে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।