রায়গঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাসী ইউনিয়নের মিত্র তেঘুড়ী নতুন হাটে কুরবানির গোস্ত বিতরণকে কেন্দ্র করে প্রকাশিত একটি মিথ্যা ও উদ্দেশ্যমূলক সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ৯ নং ওয়ার্ড বিএনপি।

বুধবার (১৮ জুন) বিকালে আয়োজিত এই সংবাদ সম্মেলনে পাঙ্গাসী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দীনের সঞ্চালনায় লিখিত বক্তব্য পাঠ করেন, ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. মতিয়ার রহমান ফকির।

তিনি বলেন, সম্প্রতি কুরবানির ঈদের পর স্থানীয়ভাবে গোস্ত বিতরণ সংক্রান্ত একটি সামাজিক ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে কিছু স্বার্থান্বেষী মহল রাজনৈতিক রূপ দিয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা সংবাদ পরিবেশন করেছে। তিনি আরও অভিযোগ করেন, গত রবিবার (১৫ জুন) স্থানীয় দৈনিক কলম সৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। এতে বিএনপির সাবেক ও বর্তমান নেতাকর্মীদের সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হয়েছে।

এ সময় গ্রামের পঞ্চায়েত কমিটির মুরুব্বি ও সামাজিক ব্যক্তিবর্গগণ জানান, কুরবানির গোস্ত বিতরণ সংক্রান্ত প্রকাশিত সংবাদটি এক শ্রেণীর কুচক্রী মহলের উদ্দেশ্য প্রনেদিত ও সার্থ হাসিলের উদ্দেশ্যে প্রতিবেূক’কে মতিয়ার রহমান ফকির, শাহাদত হোসেন, শামসু শেখ ও নজরুল ইসলামের বিষয়ে ভুল তথ্য দিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করেছে। যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। আমরা এই সংবাদের তীর্ব নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক পাঙ্গাসী ইউনিয়ন বিএনপি শাহিন মাহমুদ, আহ্বায়ক পাঙ্গাসী ইউনিয়ন সেচ্ছাসেবক দল শাকিল সরদারসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে এসব মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।