চট্টগ্রামের ফটিকছড়ি থেকে মোটরসাইকেলে নগরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জি এম ইলিয়াস (৬০) নামের এক জামায়াতে ইসলামীর নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জি এম ইলিয়াস ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বেড়াজালী গ্রামের বাসিন্দা। তিনি সুয়াবিল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ছিলেন। তিনি মাদরাসায় শিক্ষকতা ও ব্যবসা করতেন। তার মেয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, ছেলে অষ্টম শ্রেণিতে পড়ছে। নগরের বাকলিয়া রসুলবাগ আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। জানা যায়, নগরের আমানবাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেল সহ ট্রাকের চাপায় গুরুতর আহত হন জি এম ইলিয়াস। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।