তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্যের দ্রুত শনাক্তকরণ ও নিরাপদ খালাস নিশ্চিত করতে চট্টগ্রাম কাস্টমসের রাসায়নিক ল্যাব পরিদর্শন এবং সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি)। গতকাল বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, গত ১১ আগস্ট ল্যাব পরিদর্শন এবং ১২ আগস্ট চট্টগ্রাম কাস্টমস ও বন্দরের কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন বিএনএসিডব্লিউসির সদস্য সচিব কমডোর মোহাম্মদ মহব্বত আলী। সশস্ত্র বাহিনী বিভাগ, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মোট ১৩ জনের একটি বিশেষজ্ঞ দল, চট্টগ্রাম কাস্টমস কমিশনার মোহাম্মদ শফি উদ্দিনসহ কাস্টমসের ৬ জন কর্মকর্তা এবং মোট ২৮ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
কর্মশালায় তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য শনাক্তকরণ, সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা জানান, ভবিষ্যতে রাসায়নিক দ্রব্য আমদানি ও সংশ্লিষ্ট ঝুঁকি মোকাবিলায় এ প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখবে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সবার সমন্বিত প্রচেষ্টায় দেশে তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য দ্রুত।