গাজীপুর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট শফিকুল ইসলাম প্রধানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয়া আইনজীবীরা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সম্প্রতি জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, একজন আইনজীবীর ওপর হামলা শুধু ব্যক্তি নয়, আইনের শাসনের ওপরও সরাসরি আঘাত। এ ধরনের ঘটনা ন্যায়বিচারের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে। তারা বলেন, প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে আইনজীবীরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

সভায় গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট শামসুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কামাল, সিনিয়র আইনজীবী শহিদুল ইসলাম, আরিফ ভূঁইয়া, জিনাত ফেরদৌস রত্না ও গোপাল সূত্রধরসহ অনেকেই বক্তব্য রাখেন। বক্তারা আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।