নরসিংদী সংবাদদাতা : খাগড়াছড়ি থেকে অপহরণ হওয়া নরসিংদীর বেলাব উপজেলার যুবক ইসমাঈল মিয়া। শনিবার (২৬ এপ্রিল) নরসিংদী জেলা প্রশাসন কার্যালয়ে স্বরাষ্ট্র সচিবের সামনে ছেলের খোঁজ চেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে তার পরিবার।

এক সপ্তাহ আগে পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি ময়ূরখীল এলাকায় কাজ করতে যাওয়ার পর সেখান থেকে নিখোঁজ হয় ইসমাইল।

এ ঘটনায় খাগড়াছড়ি জেলার মাকিছড়ি থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। মো: ইসমাইল মিয়া নরসিংদী জেলার বেলাব উপজেলার বীর বাগবের এলাকার নুরুল ইসলামের ছেলে।

গতকাল শনিবার নরসিংদীতে সফররত অবস্থায় এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণির সঙ্গে দেখা করেন অপহৃত ইসমাইলের পরিবার। এসময় দ্রুতই তাকে খুঁজে বের করা হবে বলে পরিবারকে আশ্বস্ত করেছেন সিনিয়র সচিব। তবে সাংবাদিকদের সাথে অপহরণের বিষয়ে কথা বলতে রাজি হয়নি তিনি।

অপহৃত যুবক ইসমাইলের পিতা নুরুল ইসলাম জানান, মো: ইসমাইল মিয়া দীর্ঘ দুই বছর ধরে টেকনিশিয়ান হিসেবে মোবাইল নেটওয়ার্ক কোম্পানী রবি’র টাওয়ার মেরামতের চাকরি করে আসছেন। সম্প্রতি খাগড়াছড়িতে রবি কোম্পানীর ৭/৮টি টাওয়ার বিকল হয়ে যাওয়ায় নেটওয়ার্ক ব্যবস্থা ভেঙ্গে পড়ে। এই অবস্থায় কোম্পানীর নির্দেশনায় ইসমাইল খাগড়াছড়ির মানিকছড়িতে ময়ুরখীল এলাকায় টাওয়ার মেরামতের উদ্দেশ্যে গত ১৯ এপ্রিল সকালে রওয়ানা হন। যাবার পথে মানিকছড়ি কলেজ এলাকা থেকে দুর্বৃত্তরা ইসমাইল মিয়া ও তার অপর সহযোগী আব্রে মারমা কে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, যেহেতু পাহাড়ি এলাকা তাই পুলিশের সাথে যৌথ বাহিনী তাদেরকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রেখেছে। রবি কোম্পানীর সাথে দুর্বৃত্তদের লেনদেন সংক্রান্ত কোনো বিষয় রয়েছে। আর সে কারণেই তাদেরকে অপহরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।