গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৫ রবিবার বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল "Animal Health Takes a Team, যা ভেটেরিনারি চিকিৎসা ও গবেষণার সমন্বিত গুরুত্ব তুলে ধরে।
বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান-এর নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণিল র্যালি বের হয়। র্যালিটি ভেটেরিনারি অনুষদীয় কমপ্লেক্স থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবন চত্বরে গিয়ে শেষ হয়। এতে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে স্লোগানে মুখরিত করে ডাক্তার, কৃষক ও গবেষকের পোশাকে ভেটেরিনারিয়ানদের বহুমুখী ভূমিকা তুলে ধরেন।
র্যালি শেষে বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডিন, প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ-এর সভাপতিত্বে সেমিনারে ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন প্রো ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ।
সেমিনারে শিক্ষার্থী খাদিজা আক্তার রহিমা, সাব্বির খান ও হিমাল সাওয়ার ভেটেরিনারি পেশার গুরুত্ব, ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও দেশের প্রেক্ষাপটে এর অবদান নিয়ে মতামত তুলে ধরেন।