বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর নিজস্ব উদ্যোগে নগরীর জলাবদ্ধতা দূরীকরণে বির্জাখাল খনন কাজের অগ্রগতি পর্যালোচনায় নগর জামায়াতের টেকনিক্যাল কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় চট্টগ্রামের দেওয়ানবাজারে নগর জামায়াতের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর আমীর শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুছ, ইঞ্জিনিয়ার মানজারে খোরশেদ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান, ইঞ্জিনিয়ার মোমিনুল হক, নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. ছিদ্দিকুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, অধ্যাপক মুহাম্মদ সাইফুল্লাহ, হামেদ হাসান, বিশিষ্ট ব্যবসায়ী নুর মোহাম্মদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, জলাবদ্ধতা দূরীকরণে নগর জামায়াতের বির্জাখাল খননের প্রথম পর্যায়ের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম ৬০ শতাংশ সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ। অবশিষ্ট কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। উক্ত খনন কার্যক্রম শেষ করতে এলাকাবাসী ও সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি স্থানীয় বাড়ির মালিক, এলাকাবাসী ও সর্বস্তরের জনগণের প্রতি ময়লা আবর্জনা খালে না ফেলে যথাযথ স্থান ও ডাস্টবিনে ফেলার জন্য বিনীত অনুরোধ জানান।

হালিশহর থানা জামায়াত : বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার উদ্যোগে এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় এক মিলনায়তনে এই সামবেশ অনুষ্ঠিত হয়। হালিশহর থানা সেক্রেটারি ও ১১ নম্বর দক্ষিণ কাট্টলি ওয়ার্ড এমারতের আমীর মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হালিশহর থানার সাংগঠনিক সম্পাদক ও ওয়ার্ড এমারতের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ সোলাইমান, ওয়ার্ড বাইতুলমাল সম্পাদক মুহাম্মদ বেলাল হোসেন, ওয়ার্ড সভাপতি আবুল হাসেম চৌধুরী, ওয়ার্ড সভাপতি নাজমুল হক, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আবদুস শাকুর, ইঞ্জিনিয়ার কাজী আবু শাহাদাত শাহীন, অধ্যাপক আবু রায়হান, অধ্যক্ষ মাওলানা বেলাল হোসাইন, সাবেক ছাত্রনেতা শফিকুল মওলা শোভন, শামসুল মওলা শরিফ, আবদুল কাদের প্রমুখ।