কুমারখালীতে উফশী ও হাইব্রিড বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বৃহস্পতিবার ১১ ডিসেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আখতার।
উপজেলা পরিষদ চত্বরে কৃষি কর্মকর্তা মোঃ রাইসুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ কাওছার আলী প্রমূখ।
এসময় উপকরণ হিসেবে উপজেলার প্রান্তিক ৪০০ কৃষকের প্রত্যেকের মাঝে ৫ কেজি করে উফশী ধানের বীজ, ১০ কেজি ডিওপি, ১০ কেজি এমওপি সার এবং ৩২০ জন কৃষকের প্রত্যেকের মাঝে ২ কেজি পরিমাণে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়।