চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গায় জেলা জামায়াতের প্রচার বিভাগের উদ্যোগে নবীন সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় জামায়াতের জেলা প্রচার বিভাগের সভাপতি সাংবাদিক মফিজুর রহমান জোয়ার্দ্দারেরর সভাপতিত্বে সদর উপজেলার বেগনগর জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমীর রুহুল আমিন। জেলা প্রচার বিভাগের সাধারণ স¤পাদক হুমায়ন কবীরের উপস্থাপনায় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক জিটিভি ও দৈনিক বণিক বার্তার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি রিফাত রহমান, দৈনিক সংগ্রামের জেলা সংবাদদাতা এফ এ আলমগীর, ডিবিসি ও দৈনিক সমকাল পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি সাজ্জাদ রানা ও দৈনিক কুষ্টিয়ার নির্বাহী স¤পাদক আলী আহসান মুজাহিদ এবং কুষ্টিয়া টাইমসের নির্বাহী স¤পাদক মোস্তাাফিজুর রহমান পলাশ।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের জেলা আমীর রুহুল আমিন বলেন,"নবীন সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। এক সময় এদেশে সাংবাদিকতা ছিল গুজবে ভরা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তাদের অনুসারী কিছু সাংবাদিক যখন তখন যার তার বিরুদ্ধে কাল্পনিক সংবাদ পরিবেশন করে দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করছিলো। সেগুলো থেকে বেরিয়ে এসে সঠিক ও ইতিবাচক সাংবাদিকতার জন্য জামায়াতের প্রচার বিভাগ থেকে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। এ কর্মশালার মাধ্যমে নতুন নতুন সাংবাদ কর্মী তৈরি হবে, যারা এই জনপদে সংবাদ কেন্দ্রীক গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা পালন করবে।"