জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড এর ডুপিটিলা-১ নং কূপ খনন কাজ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় স্থাবর সম্পত্তি হুকুম দখল এর পরিবর্তে অধিগ্রহণ করার আবেদন জানিয়েছেন এলাকাবাসী।

৭ ডিসেম্বও রবিবার সিলেটের জেলা প্রশাসক বরাবরে এলাকার শতাধিক ব্যক্তির স্বাক্ষরিত আবেদনে বলা হয়, ডুপিটিলা-১ নং কূপ খনন কাজ বাস্তবায়নের জন্য অত্র এলাকায় স্থাবর সম্পত্তি হুকুম দখল করার কাজ শুরু হয়েছে। খনন কাজের চুক্তিনামা অনুযায়ী ১২/১৪ ফুট মাটি/বালি দিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন রোলার দ্বারা কম্পেকশনের মাধ্যমে ভরাট করা হবে। অতঃপর ম্যাকাডম, আরসিসি, প্যালাসাইডিং, ইট সলিং, রীগ ফাউন্ডেশনের কাজ করা হবে। এইসব কাজে বিভিন্ন ধরনের ক্যামিক্যাল ব্যবহার করা হবে। ফলে ভূমির উর্বরা শক্তি বিনষ্ট হয়ে ভূমির শ্রেণী পরিবর্তনের আশঙ্কা রয়েছে। যা আগামী ৫০ বছরে পূর্বাবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয়।

আবেদনে স্থাবর সম্পত্তি হুকুম দখলের পরিবর্তে অধিগ্রহণের মাধ্যমে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবী জানানো হয়। প্রসঙ্গত: সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড এর আওতাধীন হরিপুর, রশীদপুর, বিয়ানীবাজার, কৈলাশটিলাসহ ১১নং কূপ খনন প্রকল্পেও অধিগ্রহণের মাধ্যমে খনন কাজ চলমান রয়েছে।

আবেদনকারীরা উত্তরাধিকারী সূত্রে যথসামান্য ভূমি সম্পত্তির মালিক উল্লেখ করে বলেন,আমরা আউশ আমন বোরো ও শীতকালীন সবজী চাষ করে জীবিকা নির্বাহ করি। কৃষিকাজ ছাড়া আমাদের জীবিকা নির্বাহের বিকল্প কোন ব্যবস্থাও নেই।