সাতকানিয়া সংবাদদাতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার ও হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, সৎ, যোগ্য ও ধর্মীয় জ্ঞানসমৃদ্ধ মানুষ তৈরি করতে হলে মাদরাসা শিক্ষার বিকল্প নেই। এ জন্য গ্রামেগঞ্জে মাদরাসা শিক্ষা সম্প্রসারণ অত্যন্ত জরুরি। তিনি বলেন, যারা প্রত্যন্ত অঞ্চলে মাদরাসা প্রতিষ্ঠা করে ইসলামী শিক্ষার আলো ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তারা প্রকৃত অর্থে ইসলাম প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। দীর্ঘদিন ধরে অবহেলিত এই মাদরাসা শিক্ষাকে সার্বিক সহযোগিতার মাধ্যমে আরও সমৃদ্ধ করা প্রয়োজন।

গতকাল মঙ্গলবার সকালে চরতী তালগাঁও আবুযর গিফারী (রাঃ) তাহফিজুল কুরআন বালক-বালিকা মাদরাসা ও ইসলামিক কিন্টার গার্ডেনের বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মালেক মিয়াজী। এছাড়া বক্তব্য দেন চরতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডা. রেজাউল করিম, সাতকানিয়া উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আজিজুর রহমান, ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ হাসেম, আলহাজ্ব মাহমুদুল হক, হাফেজ জাকিরুল হক এবং সাংবাদিক কায়সার হামিদ।

বক্তারা বলেন, দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও চরিত্র গঠনে মাদরাসা শিক্ষার ভূমিকা অপরিসীম। একটি আদর্শ সমাজ গঠনে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আরও বিস্তৃত করা প্রয়োজন।