নারায়ণগঞ্জ মহানগর সংবাদদাতা : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল কর্তৃক মনোনীত সবুজ প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি এডভোকেট জসিমউদ্দীন সরকার বলেন, আইনজীবীরা কারো রক্তচক্ষুকে ভয় করে না বিগত ফ্যাসিস্টদের আমলেও আইনজীবীরা কারো রক্তচক্ষুকে ভয় করেনাই। আর যদি কোন নতুন স্বৈরাচার জাগ্রত হতে চায় আইনজীবীর একত্রিত হয়ে লড়বে। অতএব সবুজ প্যানেলকে বিজয়ী করতে কারো রক্তচক্ষুকে ভয় করা যাবে না।

গতকাল সোমবার দুপুরে স্থানীয় এক কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সবুজ প্যানেলের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, এডভোকেট জসিম উদ্দিন সরকার। এসময় তিনি আরো বলেন সবুজ প্যানেল নির্বাচিত হলে জেলা বারের দীর্ঘদিনের জমে থাকা সমস্যার সমাধান হবে এবং আইনজীবীদের মধ্যে নতুন গতি ফিরে আসবে। আগামীতে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সর্বদা আপনাদের পাশে থাকবে।

পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সেক্রেটারি সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট মতিউর রহমান আকন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ মাওলান মঈনউদ্দিন আহমাদ, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমির মাওলনা আবদুল জব্বার, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমির মমিনুল হক সরকার, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এ.বি.এম সিরাজুল মামুন, জামায়াতের নারায়ণগঞ্জ মহানগরী নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ুম, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর আপীল বিভাগের আইনজীবী এডভোকেট মো: আবদুল মতিন মন্ডল, মহানগর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি জামাল হোসাইন।

সিনিয়র আইনজীবী এডভোকেট সামাদ মোল্লার সভাপতিত্বে ও বিশিষ্ট আইনজীবী এডভোকেট শাহাদাৎ আলীর সঞ্চালনায় উক্ত পরিচিতি সভায় উপস্থিত বিজ্ঞ আইনজীবীদের সামনে এডভোকেট এ হাফিজ মোল্লা- এডভোকেট মাইন উদ্দিন মিয়া পরিষদ সবুজ প্যানেলের পরিচিতি তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান অতিথি এডভোকেট জসিম উদ্দিন সরকার।

বিশেষ অতিথির বক্তৃতায় সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, ন্যায়বিচার ছাড়া কখনো শান্তি প্রতিষ্ঠা হতে পারেনা। আমরা বিগত ৫৪ বছরে শান্তি প্রতিষ্ঠা করতে পারিনি। স্বৈরাচার উৎখাত করতে ১৫ বছর লাগলেও স্বৈরাচারি ব্যাবস্থা এখনো উৎখাত করতে পারিনি। যারা হুমকি ধামকী দিয়ে বিজয় অর্জন করতে চায় তাদের হিসেব ভুল। চব্বিশের ৫ ই আগষ্ট এদেশের বিপ্লবী ছাত্র-জনতা সেই হিসেবের কবর রচনা করেছে। তিনি আরো বলেন বিচার ব্যাবস্থার স্বচ্ছতা আনয়নের জন্য নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে সম্পূর্ণ আলাদা করতে হবে। নতুবা যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেন্তৃবৃন্দকে ফাসি দেওয়ার মতো জুডিশিয়াল কিলিং অব্যাহত থাকবে।

উক্ত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা বারের প্রায় তিনশতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।