নোয়াখালী সংবাদদাতা : নোয়াখালীর দৈনিক সফল বার্তা পত্রিকার প্রকাশ ও সম্পাদক অধ্যাপক লিয়াকত আলী খানের বিরুদ্ধে সংবাদ প্রকাশের কারণে মিথ্যা ও চাঁদাবাজির মামলা দায়ের করে স্থানীয় বিএনপি নেতা,। ১০ দিনের মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার এবং পত্রিকার অফিস খুলে দেওয়ার দাবিতে জেলা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন সাংবাদিকরা।

রোববার (১৮ মে) সকালে নোয়াখালী প্রেস ক্লাবের সামনের সড়কে নোয়াখালীতে প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকগন এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলমগীর ইউসূফের সভাপতিত্বে ও সাপ্তাহিক চলতি ধারা পত্রিকার সম্পাদক এম.বি আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দৈনিক সংগ্রাম পত্রিকার নোয়াখালী সংবাদদাতা বোরহান উদ্দিন, একাত্তর টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান, এন.টিভির স্টাফ রিপোর্টার মাসুদ পারভেজ, যমুনা টিভির নোয়াখালী প্রতিনিধি মুনতাসিম বিল্লাহ সবুজ, প্রথম আলোর নোয়াখালী প্রতিবেদক মাহবুবুর রহমান, এশিয়ান টিভির নোয়াখালী প্রতিনিধি মানিক ভূঁইয়া, নিউজ ২৪ এর নোয়াখালী প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, নাগরিক টিভির নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সোহেল, জাগো নিউজের নোয়াখালী প্রতিনিধি ইকবাল হোসেন মজনু, আমার দেশ পত্রিকার নোয়াখালী প্রতিনিধি আজাদ ভূঁইয়া, আমার সংবাদের নোয়াখালী প্রতিনিধি ইমাম উদ্দিন আজাদ প্রমুখ।