ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার ভেড়ামারায় চুরি’র মহাৎসব শুরু হয়েছে। কি দিন বা কি রাত। চুরি হচ্ছেই। সম্প্রতি চুরির হার বেড়েছে ব্যাপক হারে। সোমবার ভোর সকাল ৭টায় ভেড়ামারা থানার পার্শ্বেই ১’শ গজের মধ্যেই চুরি হয় মোবাইল মার্ট নামের মোবাইল’র দোকানে। সংঘবদ্ধ চোরের দল বাসাবাড়ির প্রধান ফটক দড়ি দিয়ে বেঁধে নিরাপত্তা নিশ্চিত করে দোকানের তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে। এরপর লুটে নেয় নতুন নতুন ২৭টি এন্ডুয়েট মোবাইল ফোন, নগদ টাকা।