পবিত্র মাহে রমযান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার আয়োজনে চাঁপাইনবাবগঞ্জের ৪টি স্থানে অসহায় ও খেটে খাওয়া মানুষের মাঝে রমযান সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শংকরবাটি স্কুল, চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজ প্রাঙ্গণ, রাণিহাটির বহরম প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ ও নারায়ণপুর ইউনিয়নে প্রায় ৫’শ অসহায় মানুষের মাঝে ২৫ কেজি চাল, ১০ কেজি আলু, ২ কেজি ডাল, ২ কেজি খেজুর, ২ কেজি চিনি, তেল ২ লিটার, সেমাই, নুডুলস, পাপাড় ও নগদ ১ হাজার টাকা বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের আমীর মোঃ নুরুল ইসলাম বুলবুল। এসময় তিনি বলেন, সরকার যা জনগণকে দেয়, তা একেবারে কম নয়। কিন্তু দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা ও রাজনীতিবিদদের কারণে জনগণ তা পায় না। যারা নির্বাচিত ছিল তারা ২/১ জন ছাড়া কারোর মধ্যে সততা ছিল না। কেয়ামতে তাদের কঠিন শািস্তর ভয় থাকলে, মানুষের অধিকার নষ্ট করতে ভয় করতো। আজ একে অপরের জমি দখল করছে, ভিলেজ পলিটিক্সের মাধ্যমে অপরের সম্পদ গ্রাস করছে।

তিনি আরো বলেন, অন্য দেশকে দাবিয়ে রাখার উদ্দেশ্যে যুব সমাজকে ধ্বংস করতে মাদক দিয়ে সমাজের বাঁকে বাঁকে বসে থাকা অসৎ রাজনৈতিক নেতৃত্বকে ব্যবহার করেছে। এই রাণিহাটি ইউনিয়ন ভিলেজ পলিটিক্সের কেন্দ্রবিন্দু হয়ে গেছে। ভিলেজ পিলটিক্সের খেলায় মারা যায় নিরিহ অসহায় যুবক। এর পিছনে গডফাদার আছে। ঘুষ, অনাচার, চাঁদাবাজির পিছনে অসৎ নেতৃত্বের কালো হাত রয়েছে। প্রশাসনের কাছে আমাদের পরিস্কার বার্তা কোন দলের লেজুরবৃত্তি করবেন না। প্রশাসনের সিনিয়র কর্মকর্তাদের বলতে চাই, ভিলেজ পলিটিক্সকে উস্কিয়ে দিয়ে ফায়দা হাসিলের সুযোগ না নেই। তাহলে নতুন বাংলাদেশ হয়ে কি লাভ হলো। জনগণের ভাগ্যের তো পরিবর্তন হতে হবে। এসব অপকর্মের সাথে যারা জড়িত, জনতাকে তার প্রতিবাদ করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী জনতার পাশে থেকে অবশ্যই দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের আমীর গোলাম রাব্বানী, সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল আলীম প্রমুখ।