গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের গোপালপুর পৌরশহরের সূতি বাজারে চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে ব্যবসায়ীরা আজ রোববার উপজেলা পরিষদ ঘেরাও করে। বিক্ষোভ সমাবেশ শেষে তারা উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি দেন।
সূতি বাজার বণিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম ও সম্পাদক সাইফুল ইসলাম লিখিত অভিযোগ থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে বহিরাগত কিশোরগ্যাংকে সাথে নিয়ে এলাকার কিছু চাঁদাবাজ বাজারে সর্বক্ষণ আড্ডা দেয়। সুযোগ বুঝে তারা দোকানপাট থেকে চাঁদা দাবি করে। আর চাহিদা মতো চাঁদা না পেলে তারা দোকানপাটে হামলা, ভাংচুর এবং দোকানিদের মারপিট করে। এদের জ্বালায় দোকানিরা এখন অতিষ্ঠ। এদের উপদ্রবে শত বছরের প্রাচীন সূতি বাজারে ব্যবসাবাণিজ্য বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন দোকানিরা।
বণিক সমিতির সদস্য নজরুল ইসলাম অভিযোগ করেন, গত শুক্রবার কিশোর গ্যাংয়ের সদস্যরা চাঁদা না পেয়ে রোমান মডেল মেডিক্যাল শপে হামলা চালায়। তারা দোকান কর্মচারি হাসান আলীকে রামদা দিয়ে নির্দয়ভাবে কুপিয়ে জখম করে। আহত কর্মচারি হাসান এখন গোপালপুর হাসপাতালে চিকিৎসাধীন। আজ রোববার দুপুরে ব্যবসায়ীদের পক্ষ থেকে গোপালপুর থানায় একটি এজাহার দায়ের করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হচ্ছে।
গোপালপুর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।