বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর কোতয়ালী থানা শাখার উদ্যোগে ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে গণ রোববার বিকেলে নগরীর মুলাটোল মদিনাতুল উলুম আলীয়া মাদরাসা মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। এ সময় বিশেষ অতথি ছিলেন দলের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান। মহানগর কোতয়ালী থানা শাখার আমীর মাওলানা গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর মহানগর সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী। অনুষ্ঠানে শতাধিক রোজাদারের মাঝে রামাদান ফুড প্যাকেজ বিতরণ করা হয়।