দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অবাধ ও সুষ্ঠু পরিবেশ তৈরি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কুমিল্লার মেঘনা উপজেলায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে সেনাবাহিনী। শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার মানিকারচর সাহেরা লতিফ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন সেনা ক্যাম্পে এই সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মেঘনা সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন তাহমিদ। তিনি তার বক্তব্যে মেঘনা উপজেলা থেকে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক, জুয়া এবং চাঁদাবাজি নির্মূলে কঠোর অবস্থান ব্যক্ত করেন। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “মেঘনাকে সম্পূর্ণ অপরাধমুক্ত করার যে সুযোগ এখন তৈরি হয়েছে, তা ভবিষ্যতে নাও আসতে পারে।
এই সুযোগ কাজে লাগিয়ে আমরা একটি নিরাপদ ও মডেল উপজেলা গড়তে চাই। এ জন্য আপনাদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।”ক্যাপ্টেন তাহমিদ গুজব, অপপ্রচার এবং ভুয়া তথ্যের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, ব্যক্তিগত আক্রোশ মেটাতে কেউ যেন সেনাবাহিনীকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত না করে। সমাজ থেকে অপরাধ নির্মূলে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য উল্লেখ করে তিনি বলেন, দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনই অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়তে পারে।সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সভায় মেঘনা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানান। তারা আইনশৃঙ্খলা রক্ষায় এবং অপরাধ দমনে সেনাবাহিনীকে সঠিক তথ্য দিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সাংবাদিকরা অভিমত ব্যক্ত করেন যে, সেনাবাহিনী ও গণমাধ্যমের এই পারস্পরিক সহযোগিতা মেঘনার শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে।সভায় মেঘনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের নেতৃত্বে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ সহ-সভাপতি ইব্রাহিম খলিল মোল্লা ও মো. জাহাঙ্গীর আলম, যুগ্ম-সম্পাদক নাইমুল ইসলাম শহিদ, মো. মহসিন ভূঁইয়া, মো. নাজমুল হোসেন, মো. নাজিম উদ্দিন, মো. আলাউদ্দিন ইসলাম, মো. মাহমুদুল হাসান বিপ্লব সিকদার, মো. ইমাম হোসেন, মো. হাসান মাহমুদ মুক্তি, মো. আবু রায়হান, মো. শহিদুজ্জামান রনি, তানিয়া আক্তার এবং আরমান হোসেন রিটনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।