কুমিল্লা মহানগরীর ১৭ নং ওয়ার্ডের সুজানগর সরকার বাড়িতে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরী শীর্ষ নেতৃবৃন্দ।
গতকাল শনিবার রাত আনুমানিক ২টার দিকে লাগা আগুনে শামিমা বেগম গং ও মনির হোসেনের দুটি বাড়ি ব্যাপক ক্ষতির মুখে পড়ে। প্রাথমিকভাবে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির ধারণা করা হচ্ছে।
শনিবার অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে আসেন কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সেক্রেটারি অ্যাডভোকেট জিল্লুর রহমান, অফিস সম্পাদক মাইন উদ্দিন সরকার, এসএম কলিমুল্লাহসহ আরও অনেক নেতৃবৃন্দ।
তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন, তাদের দুরবস্থার খোঁজ-খবর নেন এবং পাশে থাকার আশ্বাস দেন। নেতৃবৃন্দ এই সময় ফায়ার সার্ভিস ও পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করেন এবং দ্রুত সহায়তা প্রদানের আহ্বান জানান।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়, মানবিক সহায়তা ও পুনর্বাসনের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে এবং দলের সর্বস্তরের নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে আহ্বান জানানো হয়েছে।